online

We have 15 guests and no members online

About us

Articles

Hypermedia

১৯৬৫ সালে প্রথম টেড নিলসনের মস্তিষ্কপ্রসূত ও ব্যবহৃত যে টার্মটি বর্তমান বিশ্বে তথ্য যোগাযোগ কে সম্প্রসারিত করেছে তা হল হাইপারমিডিয়া। বেশিরভাগ ক্ষেত্রে একটি টেক্সট নির্ভর লিংকে ক্লিক করলে তা ওয়েব ব্রাউজারে নতুন আরেকটি উইন্ডো খুলে নতুন কন্টেন্টে যুক্ত হয়। নীল রঙের নীচে দাগ টানা যে লিঙ্কগুলো ইউজারকে এক পেজ থেকে অন্য পেজে যেতে দেয় তাকে বলে হাইপারটেক্সট। যে বা যার কারণে হাইপারটেক্সটের মাধ্যমে ইউজার ইমেজ, মুভি বা ফ্ল্যাশ –এর দ্বারা অন্য কন্টেন্টে যোগাযোগ স্থাপন করে তাকে বলে হাইপারমিডিয়া, যেটি হাইপারটেক্সটের একটি অংশ(অনেকটা মোজিলা ব্রাউজারের এড-অনের মত)।

হাইপারমিডিয়ার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত হয় ইমেজ লিংক। বিভিন্ন ফটো কিংবা গ্রাফিক্সের মাধ্যমেও ওয়েবে অন্য পেজে লিঙ্ক তৈরী হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ওয়েব পেজে থাম্বনেল আকারে থাকা ছোট একটা ইমেজে ক্লিক করলে নতুন উইন্ডোতে সেটার বর্ধিতরূপ দেখা যায়। আবার উন্নত কোন গ্রাফিক্সে ক্লিক করলে সেটা হয়ত নতুন কোন ওয়েবসাইটে ঢুকে পড়ে।

অনেক সময় নির্দিষ্ট ইমেজ, গ্রাফিক্স বা ভিডিওতে ক্লিক করলে একই উইন্ডোতে হাইপারলিঙ্কের মাধ্যমে নতুন কন্টেন্টে ঢুকে। এক্ষেত্রে সেই লিঙ্কে মাউস রেখে সাধারণভাবে রাইট বাটন ক্লিক করে "Open Link in New Window" তে ক্লিক করলে নতুন কন্টেন্ট নতুন উইন্ডোতে খুলবে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To