online

We have 15 guests and no members online

About us

Articles

Hypertext

হাইপারটেক্সট হল এমন একধরণের টেক্সট যা বিভিন্ন তথ্যের সাথে যোগাযোগ বা লিংক স্থাপন করে। একটি হাইপারটেক্সট ডকুমেন্টের বিভিন্ন লিংকে ক্লিক করার মাধ্যমে, একজন ইউজার খুব সহজে বিভিন্ন কন্টেন্টে যেতে পারে। এইসব লিংক সাধারণত ওয়েব পেজে নীল রঙের ও নীচে দাগ টানা অবস্থায় থাকে।

যদিও মুলত ওয়েবপেজের সাহায্যকারী হিসেবে বর্তমানে হাইপারটেক্সট –এর পরিচিতি, তথাপি এই টেকনোলজীটা ১৯৬০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। যেসব সফটওয়্যার প্রোগ্রামে ডিকশনারী বা এনসাইক্লোপিডিয়া ধরণের কাজকর্ম আছে সেসবে হাইপারটেক্সট ব্যবহার করা হয় যাতে একজন ইউজার বা পাঠক সহজে তার দেয়া নির্দিষ্ট তথ্য বা টপিক সম্বন্ধে দ্রুত তথ্য পায়। অ্যাপল কম্পিউটারের হাইপারকার্ড প্রোগ্রামেও হাইপারটেক্সট ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ইউজার অনেক লিংক সমৃদ্ধ ডাটাবেজ তৈরী করতে পারবে। বর্তমানে এককথায় বলতে গেলে ওয়েব হল হাইপারটেক্সট-এর রাজ্য, যেখানে প্রায় প্রতিটি পেজই অন্য পেজের সাথে লিংকের মাধ্যমে যুক্ত। পাশাপাশি টেক্সট এবং ইমেজও বিভিন্ন কন্টেন্টের জন্য লিংক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ওয়েবপেজ তৈরীতে এইচটিএমএল(HTML = HyperText Markup Language) এর ব্যবহার বহুবিধ। এককথায় বলা যায় ইন্টারনেটে তথ্য আদান-প্রদানে হাইপারটেক্সটের গুরুত্ব বর্তমানে অপরিসীম।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To