Basic Terms
online
We have 15 guests and no members online
About us
Articles
ICF
- Details
- Written by মাসপি
- Hits: 818
এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট কানেকশন ফায়ারওয়েল (Internet Connection Firewall)।এটা উইন্ডোজ এক্সপির একটি ফিচার যা ইন্টারনেটে অজ্ঞাত প্রবেশ থেকে কম্পিউটারকে রক্ষা করে। যখন ICF সচল থাকে, তখন ইন্টারনেটের মাধ্যমে অন্য সিস্টেম থেকে আসা রিকোয়েস্ট গুলো উইন্ডোজ সংরক্ষণ করে রাখে। যদি রিকোয়েস্ট এমন হয় ব্যবহারকারী একটি ওয়েবপেজ রিকোয়েস্ট করেছে, তাহলে টান্সমিশনটি আক্রান্ত হবে না। যদি এই রিকোয়েস্টটি অজ্ঞাত হয় এবং সিস্টেম দ্বারা চিহ্নিত করা সম্ভব না হয় তাহলে ট্রান্সমিশনটি আর ঘটবে না। এটাই কম্পিউটারকে হ্যাকারদের ক্ষতিকর সফটওয়্যার বা স্পাইওয়যার থেকে রক্ষা করে।
ICF ইন্টারনেট হতে ইনকামিং ট্রাফিককে সীমিত করে , তখন এটা আউটগোয়িং ট্রাফিকের উপর প্রভাব ফেলে না। এর মানে আপনার কম্পিউটার হতে প্রেরিত তথ্য অরক্ষিত থাকে, যদিও ICF সচল অবস্থায় থাকে । আপনি যদি কয়েকটি কম্পিউটারে ICS এর মাধ্যমে একই ইন্টারনেট কানেকশন ব্যবহার করে থাকেন, তাহলে ICF সকল কম্পিউটারের জন্য সচল করে দিতে পারেন। আপনাকে রাউটার অথবা সিস্টেমের অবশ্যই ICF সচল রাখতে হবে, যেসব সিস্টেমগুলো স্বতন্ত্রভাবে ইন্টারনেটের সাথে কানেক্ট না হয়ে সরাসরিভাবে কানেক্ট হয়।