Basic Terms
online
We have 15 guests and no members online
About us
Articles
ICMP
- Details
- Written by মাসপি
- Hits: 928
এর পূর্ণনাম হল ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রটোকল ("Internet Control Message Protocol") । যখন তথ্য ইন্টারনেটের মধ্য দিয়ে প্রেরিত হয় তখন কম্পিউটার সিস্টেম TCP/IP প্রটোকলের মাধ্যমে তথ্য প্রেরণ এবং গ্রহন করতে পারে। যদি কানেকশন নিয়ে কোন সমস্যা হয় তাহলে এর বর্তমান অবস্থা ICMP এর মাধ্যমে প্রেরিত হয় যেটা ইন্টারনেট প্রটোকলের একটি অংশ।
যখন একটি কম্পিউটার অন্য সিস্টেমের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে। যেমনঃ ব্যবহারকারীর কম্পিউটার ওয়েবপেজ দেখার জন্য সার্ভারের সাথে কানেক্ট হয়। যদি এ ক্ষেত্রে কানেকশন নিয়ে সমস্যা হয় তখন ICMP সিস্টেমকে কোড পাঠায় কেন কানেকশন বন্ধ হয়েছে। এসব মেসেজ এমন হতে পারে - "Network unreachable" যদি সিস্টেম ডাউন থাকে । অথবা "Access denied" সিস্টেম পাসওয়ার্ড প্রটেকটেড হলে এটা দেখাতে পারে। এটা এমনও মেসেজ পাঠাতে পারে যা ব্যবহারকারী আগে কখনও দেখে নি। এমনকি আপনি যদি কোন মেসেজ না পান, তাহলে ওয়েব ব্রাউজার আপনাকে এরর মেসেজ পাঠিয়ে দিবে।