Basic Terms
online
We have 15 guests and no members online
About us
Articles
ICQ
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 800
আইসিকিউ হল অনলাইনে একটি জনপ্রিয় মেসেজিং প্রোগ্রাম। ICQ যার পূর্ণ অর্থ “I seek you” –চ্যাট সফটওয়্যারটি ডেভেলপড করে মিরাবিলিস লিমিটেড যা পরবর্তীতে আমেরিকা অনলাইন কিনে নেয়। এটা অনেকটা ইন্সট্যান্ট মেসেজিং প্রোগ্রাম যেমন-এআইএম(AIM) বা ইয়াহু মেসেঞ্জারের মত, তবে একজন ইউজারকে চ্যাটরুমে প্রবেশ এবং একই সাথে অনেকের সাথে চ্যাট করার সুযোগ দেয়। তাই বলা যায়, আইসিকিউ অন্যান্য চ্যাট প্রোগ্রাম থেকে অনেক সামাজিক একটি চ্যাট প্রোগ্রাম।
১৯৯৬ সালে প্রথম রিলিজ হওয়ার পর থেকে আইসিকিউ –এর অনেক সংশোধণ করা হয়েছে। এটি ধীরে ধীরে একটি সাধারণ মেসেজিং প্রোগ্রাম থেকে একটি যোগাযোগের উপকরণে পরিনত হয় এবং বিভিন্ন উপায়ে কাজ করতে থাকে। উদাহরণসরূপ বলা যায়, আইসিকিউ দ্বারা এখন ভয়েস, ভিডিও এবং ভিওআইপি যোগাযোগ করা সম্ভব। পাশাপাশি গেমস খেলা ও বিভিন্ন মোবাইল ফোনে টেক্সট এসএমএসের মাধ্যমে মেসেজও পাঠানো যায়। আইসিকিউ ব্যবহারকারিদের জন্য প্রোগ্রামের সাথে বিভিন্ন টুল- আইসিকিউটুগো(ICQ2Go), আইসিকিউ টুলবার এবং আইসিকিউ মেইল যুক্ত করা হয়েছে। একজন ইউজার অনলাইনে না থাকলেও তার জন্য মেসেজ কিংবা নোটিফিকেশন রাখার ব্যবস্থা রয়েছে।