Basic Terms
online
We have 15 guests and no members online
About us
Articles
Impression
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 692
এটা নিয়ে একটি মজার প্রবাদ আছে-“তুমি কখনই প্রথম ইম্প্রেশন তৈরীর জন্য দ্বিতীয় সুযোগ পাবে না”। ডব্লিউডব্লিউডব্লিউ(www) বা থ্রীডব্লিউ(3w) বা ওয়াল্ড ওয়াইড ওয়েবের এই অসাধারণ জগতে একজন প্রকাশকের(ওয়েবসাইটের) জন্য প্রতিদিন হাজারেরও বেশী ইম্প্রেশনের সু্যোগ আসে। ইম্প্রেশন গণনা করা হয় একটি ওয়েবপেজ যতবার একজন ভিজিটরের সামনে উন্মুক্ত হয়। বিভিন্ন বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনের প্রসারের পরিমাণ বুঝতে ইম্প্রেশনের সাহায্য নেয়। একজন প্রকাশক আয় করে থাকে প্রতি ১০০০টা ইম্প্রেশনের উপর ভিত্তি করে, যেটাকে বলা হয় সিপিএম(CPM)।
একটি পেজে একজন ইউজার যতবার ভিজিট করে তার উপর ভিত্তি করে ইম্প্রেশন গণনা করা হয়। প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে, তাহলে তো একজন ইউজার অসংখ্যবার একটি পেজে ভিজিট করে ইম্প্রেশন বৃদ্ধি করতে পারে। না এক্ষেত্রে একজন প্রকাশক বা বিজ্ঞাপনদাতা শুধুমাত্র ইউনিক ভিজিটরকেই গণনা করে। ইউনিক ভিজিটর হল একজন স্বতন্ত্র্য ভিজিটর, সে একদিনে যতবারই একটি ওয়েবপেজে প্রবেশ করুক না কেন তাকে একবারই গণনা করা হবে। কিভাবে? একটি উদাহরণের সাথে ব্যাপারটা পরিষ্কার করা যাক । ধরা যাক একটি ওয়েবসাইটে তিনজন ভিজিটর-‘ক’,’খ’ এবং ‘গ’ প্রবেশ করল। এখানে ‘ক’ ওই ওয়েবসাইটে তিনটি পেজে প্রবেশ করল, ‘খ’ করল চারটিতে আর ‘গ’ করল ছয়টিতে। অর্থাৎ তারা মোট ভিজিট করল তিন+চার+ছয়=তেরটি ইম্প্রেশনের। কিন্তু যেহেতু শুধু ইউনিক গণনা করা হবে..সুতরাং এখানে হবে তিনটি ইম্প্রেশন। আর এই ইম্প্রেশনের হিসাব রাখা হয় ভিজিটরের ব্রাউজারে কুকি পাঠানোর মাধ্যমে, যার মেয়াদ থাকে ২৪ ঘন্টা। এক্ষেত্রে যদি ‘ক’ শনিবার সকালে একবার এবং পরদিন রবিবার বিকালে আরেকবার ঢুকে, তাহলে তার ইম্প্রেশন গণনা হবে দুইবার।