Basic Terms
online
We have 15 guests and no members online
About us
Articles
IM
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 796
ইন্সট্যান্ট মেসেজ ইংরেজীতে যাকে সংক্ষেপে বলা হয় IM বা IM-ing বা AIM, যেটা বর্তমানে ইন্টারনেটে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এর সজ্ঞা হিসেবে বলা যায়, “ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থা যা একজনকে ব্যক্তিগত চ্যাট রুমের দ্বারা আলোচনার সুযোগ করে দেয়, টেলিফোনের মত তবে কন্ঠ নির্ভর নয়, লিখা নির্ভর”। দুজন ব্যক্তি যখন একই আইএম ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করে তখন খুব সহজে চ্যাটের সময় ব্যক্তিগত আলাপ-আলোচনা করতে পারে। আইএম সফটওয়্যার –এর মাধ্যমে একজন ইউজার তার পছন্দমত বন্ধুদের তালিকা-“buddies” তৈরী করতে পারে, যার ফলে একইসময়ে তাদের কেউ অনলাইনে থাকলে সেটা আইএম সফটওয়্যার জানান দেয়। এটা দেখার পর ইউজার ইচ্ছে করলে এক বা একাধিক বন্ধুর সাথে চ্যাট সেশন উন্মুক্ত করতে পারে।
আরেকজনের সাথে যোগাযোগ করার ক্ষেত্র বিবেচনা করলে অনেকগুলো ই-মেইল পাঠানোর চেয়ে ইন্সট্যান্ট মেসেজিং এখন অনেক সহজ ও দক্ষ মাধ্যম। আর হয়ত এ কারণেই এই মাধ্যমটি এখন দিনে দিনে আরো জনপ্রিয় হয়ে উঠছে।