Basic Terms
online
We have 15 guests and no members online
About us
Articles
ICT
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 927
এর পূর্ণরূপ হল- “Information and Communication Technologies”। আইসিটি বলতে এমন একধরণের প্রযুক্তিকে বোঝায় যা টেলিযোগাযোগ পদ্ধতির মাধ্যমে তথ্য বিনিময় করে অনেকটা ইনফরমেশন প্রযুক্তি(IT)-র মত হলেও এটা মূলত টেলিযোগাযোগ প্রযুক্তির উপরই আলোকপাত করে। এটি অনেকটা ছাতার মত, যার নিচে প্রায় সবধরণের যোগাযোগ প্রযুক্তি-ইন্টারনেট, ওয়ালেস নেটওয়ার্ক, সেল ফোন, রেডিও, কম্পিউটার, স্যাটেলাইট সিস্টেম, নেটওয়ার্ক হার্ডওয়্যার ও সফটওয়্যার এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলোও অন্তর্ভূক্ত।
ইদানিং কয়েক বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিশাল দিগন্ত উন্মোচন করেছে। যেমন- এখন মানুষ বিভিন্ন প্রযুক্তির_ইন্সট্যান্ট মেসেজিং, ভয়েস ওভার আইপি(VoIP) অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন দেশে যোগাযোগ করতে পারে। এছাড়াও ফেসবুকের মত বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো পুরো বিশ্বকে নিয়মিত যুক্ত থাকা ও যোগাযোগের সু্যোগ করে দিয়েছে।
আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আজ একধরণের “বৈশ্বিক গ্রাম” তৈরি হয়েছে, যেখানে মানুষ পুরো বিশ্বে এমনভাবে যোগাযোগ করছে যেন তারা একে অপরের প্রতিবেশী। বর্তমান বিশ্বে আইসিটি-তে পিছিয়ে থাকা মানে উন্নতির সিঁড়িকে আরো পিচ্ছিল করে তোলা। এর গুরুত্ব বিবেচনা করে বিশ্বের অনেক দেশই আইসিটি ক্ষেত্রে উন্নত হওয়ার জন্য নিজস্ব সংস্থা প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে জাতিসংঘও “ICT’s for development” বা (ICT4D) নামে একটি কার্যকরী ব্যবস্থা গড়ে তুলেছে।