online

We have 14 guests and no members online

About us

Articles

Internet Abuse

২০০২ সাল, ১৪ ফেব্রুয়ারী - ভালেন্টাইন'স ডে ! স্বাভাবিকভাবেই চারিদিকে ভালবাসার ছড়াছড়ি । কিন্তু ধাক্কাটা এলো ঠিক আড়াই মাস পরে । দিনটি ছিল ৪ঠা মে ২০০২ সাল, যখন একটি ওয়ার্ম উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে আক্রমন করেছিল। ওয়ার্মটি ছিল মাইক্রোসফট ভিজুয়াল স্ক্রীপ্ট দিয়ে তৈরী। ব্যাপারটা হয়েছিল এই রকম ৪ঠা মে, ২০০২ সালে হঠাৎ ইমেইল ইনবক্সে একটা মেইল এলো, তার সাথে একটি এটাচমেন্ট নাম- I Love You . এটাচমেন্টটি খোলার সাথে সাথেই কাজ শুরু ! এই ওয়ার্ম প্রথমেই *.JPG, *.JPEG, *.VBS, *.VBE, *.JS, *.JSE, *.CSS, *.WSH, *.SCT, *.DOC *.HTA, *.MP3 ফাইলগুলো খুঁজে বের করে সেইসকল ফাইলকে সরিয়ে দিতে শুরু করে , রেজিস্ট্রি কী পরিবর্তন করে দেয় এবং পুরো সিস্টেমের দরকারী ফাইল ডিলিট করে দেয়। এটি উইন্ডোজ ব্যবহারকারীর ইমেইল ক্লায়েন্টকে আক্রমন করে ব্যবহারকারীর ইমেইল এড্রেস তালিকার প্রথম ৫০ জনের কাছে সেই ওয়ার্মযুক্ একই মেইল পাঠিয়ে দেয়। যেহেতু একজন করে বহুজন, তার থেকে আরো অনেক ইমেইল ছাড়াচ্ছিল, ফলে খুব অল্প সময়েই বহু কম্পিউটার আক্রান্ত হয়ে পড়ে । রিপোর্ট অনুযায়ী, এই ওয়ার্মের জন্য প্রায় $৫৫০ বিলিয়ন এর ক্ষতি হয়েছিল । এই ওয়ার্মের দ্বারা আক্রান্ত এমন ৫০ লক্ষের বেশি রিপোর্ট রয়েছে। অবস্থা এমন মারাত্মক হয়েছিল যে ব্রিটিশ সরকার তাদের মেইল সিস্টেম বন্ধ করে দেয় এবং অনেক ইমেল প্রভাইডার জরুরী মিটিং ডাকতে বাধ্য হয়। সব ঘটনার কেন্দ্র এই ইমেইলের উৎস হিসেবে ধরা হয়েছিল ফিলিপাইনকে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To