online

We have 9 guests and no members online

About us

Articles

Tag

সাধারণভাবে ট্যাগের বিভিন্ন অর্থ আছে। তবে কম্পিউটার টার্ম হিসেবে এর অর্থ ভিন্ন। বিভিন্ন ওয়েব পেজ তৈরী করতে এইচটিএমএল কিংবা অন্যান্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেমন-এক্সএমএল ব্যবহৃত হয়। আর ট্যাগ হল এসব ল্যাঙ্গুয়েজের মূল গাঠনিক টুল, যেটার ব্যবহার ওয়েবপেজ তৈরীতে আবশ্যিক।

উদাহরণস্বরূপঃ কোন শব্দ কিংবা বাক্যকে বোল্ড হরফে ওয়েবপেজে উপস্থাপন করতে হলে তার আগে ও পরে ট্যাগ ব্যবহার করে তা করা যায়। যদি <b>www.technologybasic.com</b> লিখা হয় তবে তার উপস্থাপন হবে এরূপ www.technologybasic.com ....অর্থাৎ <b> ও </b> ট্যাগদ্বয়ের কারণে পুরো বাক্যটি বোল্ড হরফে উপস্থাপিত হয়েছে। এরূপ আরো বিভিন্ন ট্যাগ আছে যেগুলো দিয়ে বিভিন্ন ভাবে ওয়েবপেজ কাস্টোমাইজ করা যায়।

ট্যাগ হল এইচটিএমএল-র মূল। এটা অনেক সহজবোধ্য। নিজস্ব ওয়েবপেজ তৈরী করতে হলে সহজেই যেকোন টেক্সট এডিটরে ট্যাগের মাধ্যমে লিখে ওয়েবপেজ তৈরী করে যায়। এছাড়া কিছু সফটওয়্যার আছে যেমন- ড্রিমওয়েভার কিংবা আমায়া(ওপেন সোর্স) যেগুলোর মাধ্যমে ট্যাগ জেনারেট করে ওয়েবপেজ তৈরী করা যায়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To