Basic Terms
online
We have 9 guests and no members online
About us
Articles
Tag
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 615
সাধারণভাবে ট্যাগের বিভিন্ন অর্থ আছে। তবে কম্পিউটার টার্ম হিসেবে এর অর্থ ভিন্ন। বিভিন্ন ওয়েব পেজ তৈরী করতে এইচটিএমএল কিংবা অন্যান্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেমন-এক্সএমএল ব্যবহৃত হয়। আর ট্যাগ হল এসব ল্যাঙ্গুয়েজের মূল গাঠনিক টুল, যেটার ব্যবহার ওয়েবপেজ তৈরীতে আবশ্যিক।
উদাহরণস্বরূপঃ কোন শব্দ কিংবা বাক্যকে বোল্ড হরফে ওয়েবপেজে উপস্থাপন করতে হলে তার আগে ও পরে ট্যাগ ব্যবহার করে তা করা যায়। যদি <b>www.technologybasic.com</b> লিখা হয় তবে তার উপস্থাপন হবে এরূপ www.technologybasic.com ....অর্থাৎ <b> ও </b> ট্যাগদ্বয়ের কারণে পুরো বাক্যটি বোল্ড হরফে উপস্থাপিত হয়েছে। এরূপ আরো বিভিন্ন ট্যাগ আছে যেগুলো দিয়ে বিভিন্ন ভাবে ওয়েবপেজ কাস্টোমাইজ করা যায়।
ট্যাগ হল এইচটিএমএল-র মূল। এটা অনেক সহজবোধ্য। নিজস্ব ওয়েবপেজ তৈরী করতে হলে সহজেই যেকোন টেক্সট এডিটরে ট্যাগের মাধ্যমে লিখে ওয়েবপেজ তৈরী করে যায়। এছাড়া কিছু সফটওয়্যার আছে যেমন- ড্রিমওয়েভার কিংবা আমায়া(ওপেন সোর্স) যেগুলোর মাধ্যমে ট্যাগ জেনারেট করে ওয়েবপেজ তৈরী করা যায়।