Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
Wan
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 856
WAN এর পুর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক(Wide Area Network)।এটি অনেকটা LAN মত, তবে এটি LAN এর মত কোন একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ব নয় বরং অনেকগুলো LAN পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি WAN তৈরী করে। WAN এর অন্তর্ভুক্ত কম্পিউটার বা ডিজিটাল মেশিন গুলো সাধারণত টেলিফোন লাইন,ফাইবার অপটিক ক্যাবল,স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক( Wide Area Network)।