online

We have 14 guests and no members online

About us

Articles

IP Address

এটা এমন একটি সংখ্যা যার মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটার ও ডিভাইসের পরিচয় বহন করে। ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে প্রতিটি কম্পিউটারের আইপি এড্রেস দরকার হয়। আইপি এড্রেস চার সেট বিশিষ্ট নাম্বার যা ০ থেকে ২৫৫ পর্যন্ত এবং এগুলো তিনটি দশমিক দ্বারা আলাদা করা হয়। উদাহরনস্বরূপঃ ১৫২.২৫৫.১৫৪.১৪৬ । আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনাকে স্ট্যাটিক আইপি( যেটা পরিবর্তন হয় না) অথবা ডায়নামিক আইপি (প্রতিবার লগিন করার সময় আইপি পরিবর্তন হয়) এড্রেস প্রদান করে। ইন্টারনেট সার্ভিস প্রভাইডাররা তাদের ডায়াল-আপ গ্রাহকদের ডায়নামিক আইপি প্রদান করে। আপনি যদি ব্রডব্যান্ড সংযোগে নেন তাহলে আপনি স্ট্যাটিক আইপি ব্যবহার করতে পারবেন।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To