Basic Terms
online
We have 14 guests and no members online
About us
Articles
IPv4
- Details
- Written by মাসপি
- Hits: 822
ইন্টারনেট প্রটোকলের জন্য IPv4 ভার্সন ব্যপক পরিমানে ব্যবহার হয়ে থাকে। এটা আইপি এড্রেসকে ৩২ বিটে পরিণত করে যা ১২৩.১২৩.১২৩.১২৩ এর মত। এর প্রতিটি ভাগের তিনটি সংখ্যা ০ থেকে ২৫৫ পর্যন্ত হতে পারে। যার মানে আমরা ৪২৯৪৯৬৭২৯৬(২৫৬*২৫৬*২৫৬*২৫৬ বা ২*৩২) টি ভিন্ন আইপি এড্রেস পাচ্ছি।
ইন্টারনেট সংযুক্ত প্রতিটি ডিভাইস বা কম্পিউটার অন্য কোন সিস্টেমে সংযুক্ত হওয়ার জন্য এদের একটি অন্যন্য আইপি এড্রেস থাকে। যদি বাস্তব অর্থে চিন্তা করা যায়, তাহলে পৃথিবীতে প্রায় ৬ বিলিয়ন মানুষের ইন্টারনেট সংযুক্ত বিভিন্ন ডিভাইস থাকে। এবং এসব ডিভাইসের জন্য ভিন্ন ভিন্ন আইপি এড্রেস প্রয়োজন। মাত্র ৪.৩ বিলিয়ন অন্যন্য আইপি এড্রেস এর জন্য যথেষ্ঠ নয়।
এই সমস্যাকে সমাধানের জন্য, IPv6 এর উদ্ভব হয়েছে। এটি ১২৮ বিটের আইপি এড্রেস ফরমেট মেনে চলে। ফলে আরো বেশি সংখ্যাক ডিভাইস অনন্য আইপি এড্রেস ব্যবহার করতে পারে।