online

We have 14 guests and no members online

About us

Articles

IPv6

ইন্টারনেট সংযুক্ত প্রতিটি কম্পিউটার বা ডিভাইসের অবস্থান সনাক্ত করা হয় আইপি এড্রেস দ্বারা। বর্তমানকালের আইপি এড্রেস সরবরাহ করা হয় IPv4 সিস্টেমে। এই সিস্টেম ৩২-বিট ফরমেট মেনে চলে। যেমন - ১২৩.১২৪.১৫৬.২৩৫ । কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বৃদ্ধির সাথে সাথে এবং প্রতিটি ডিভাইসকে স্বতত্র আইপি দেয়ার জন্য আইপি এড্রেস বৃদ্ধি করা প্রয়োজনীয় হয়ে পড়ে। এই কারণেই IPv6 সিস্টেমের উদ্ভব হয়েছে। IPv6 কে IPng ও বলা হয়। এর পূর্ণ অর্থ IP next generation. তবে এর আগে IPv5 পরীক্ষামূলকভাবে ব্যবহার হয়েছিল। IPv4 ৩২ বিট এড্রেস ব্যবহার করে আর IPv6 ১২৮ বিট এড্রেস ব্যবহার করে। ১২৮ বিট ব্যবহারের ফলে আরো বেশি পরিমান অনন্য আইপি প্রতিটি ডিভাইসকে দেয়া যায়। উদাহরনস্বরূপঃ IPv4 যদি ৩২ বিট ব্যবহার করে ৪২৯৪৯৬৭২৯৬(২^৩২) টি অনন্য আইপি সরবরাহ করে তাহলে IPv6 ভার্সন ১২৮ বিট ব্যবহার করে ২^১২৮ মানে ৩৪০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০

০ টি অনন্য আইপি এড্রেস সরবরাহ করতে পারবে। আর এই সিস্টেমের আইপি এড্রেসগুলো ধরন সাধারনত এরকম হয়ে থাকে - hhhh:hhhh:hhhh:hhhh:hhhh:hhhh:hhhh:hhhh

এখানে প্রতিটি hhhh অংশ ৪ টি হেক্সাডেসিমাল সংখ্যা দ্বারা গঠিত। যার মানে প্রতিটি ডিজিট ০-৯ এবং A-F পর্যন্ত হতে পারে। তাই IPv6 এর আইপি এড্রেসগুলোর ধরণ -

F704:0000:0000:0000:3458:79A2:D08B:4320

এই কারনে আইপি এড্রেসগুলো অনেক জটিল প্রকৃতির, এবং প্রতিটি কম্পিউটার অধিক নিরাপত্তা নিয়ে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To