Basic Terms
online
We have 13 guests and no members online
About us
Articles
LDAP
- Details
- Written by মিনহাজুর রহমান শাওন
- Hits: 741
এলডিএপি মানে হল ""লাইটওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল'' (Lightweight Directory Access Protocol)। এটা FTP বা HTTP/TCP এর মতই একধরণের প্রোটোকল যা ইন্টারনেট ব্যবহার করে কোন ডিরেক্টরি থেকে তথ্য পড়তে পারে।
জানা দরকার যে ডিরেক্টরি কি। সাধারণভাবে কোন নাম এবং তার অধীনে তথ্য যোগ করে ডিরেক্টরি বানানো হয়। যেমন বেশ কয়েকজনের নামের সাথে ফোন আর ইমেইল ঠিকানা নিয়ে ডিরেক্টরি বানানো যেতে পারে। এলডিএপি প্রোটোকলের সাহায্যে সার্ভার বা কোন সফটওয়্যার তার কাজের জন্য যথাযথঃ তথ্য খুঁজে আনতে পারে।
উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। ধরা যাক কোন ইমেইল ক্লায়েন্ট (যেমন মজিলা থান্ডারবার্ড) কাউকে ইমেইল পাঠানোর সময় এলডিএপি-র মাধ্যমে সার্ভার থেকে প্রাপকের তথ্য যোগাড় করবে। এটা কাজে লাগিয়ে সে অ্যাটাচমেন্ট পাঠানো, অতি নিরাপদ কানেকশান (SSL) ব্যবহার করা ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে। আবার সরকারী বা গোয়েন্দা সংস্থা সাধারণের তথ্য থেকে সন্দেহজনক কাউকে খুঁজে বের করতে এলডিএপি ব্যবহার করতে পারে।