Basic Terms
online
We have 13 guests and no members online
About us
Articles
Leaderboard
- Details
- Written by মাসপি
- Hits: 891
কম্পিউটার স্ক্রীনের আকার বড় হওয়ার সাথে সাথে অনলাইনে বিজ্ঞাপনগুলোর আকারও বড় হয়েছে। ২০০৩ সালে প্রথম আসা লিডারবোর্ড বিজ্ঞাপনগুলোর সঠিক আকার ৭২৮ পিক্সেল প্রশস্থ এবং ৯০ পিক্সেল উচ্চতা(৭২৮x৯০)। লিডারবোর্ড টেক্সট , ছবি , বা এনিমেশন রাখা যেতে পারে। বযখন একজন ভিজিটর লিডারবোর্ডে ক্লিক দেয়, তখন ভিজিটর বিজ্ঞাপন দাতার ওয়েবসাইটে চলে যায়। লিডারবোর্ড বিজ্ঞাপনগুলো অরিজিনাল বিজ্ঞাপন থেকে বড় আকারে হয়ে থাকে। ওয়েবডেভেলাপাররা বিজ্ঞাপনগুলোকে একীভূত করে একটি ব্লকে রাখেন যেন তা ভিজিটরের মনযোগ আকর্ষণ করে।