Basic Terms
online
We have 12 guests and no members online
About us
Articles
NOC
- Details
- Written by মাসপি
- Hits: 818
এর বাংলায় পূর্ণরূপ নেটওয়ার্ক অপারেশন সেন্টার। এটা এমন একটি জায়গা যেখানে কোম্পানির সার্ভার এবং বিভিন্ন নেটওয়ার্কের যাবতীয় সরঞ্জাম থাকে। নেটওয়ার্ক অপারেশন সেন্টার একটি কোম্পানির প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে অথবা বাহিরেও হতে পারে। ছোট ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির প্রতিষ্ঠানের ভিতরে নেটওয়ার্ক অপারেশন সেন্টার থাকে, এবং কিছু সিস্টেম এডমিনিস্ট্রেটর এবং মনিটর থাকে। কিন্তু বড় প্রতিষ্ঠানগুলোতে বিশাল আকারের নেটওয়ার্ক অপারেশন সেন্টার এবং অনেক কর্মী থাকে। একে অনেক সময় ডাটা সেন্টারও বলা হয়ে থাকে। এগুলো সবসময় উচ্চগতির ইন্টারনেট দ্বারা সংযুক্ত হয়ে থাকে। বড় আকারের নেটওয়ার্ক অপারেশন সেন্টারগুলো যেমন ওয়েব হোস্টিং কোম্পানিগুলো সরাসরি ইন্টারনেট ব্যাকবোনের সাথে সংযুক্ত হয়ে থাকে। ফলে যতটুকু সম্ভব ব্যান্ডউইথ সরবরাহ করা যায়। সকল ওয়েব হোস্টিং কোম্পানি এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার থাকে। কোম্পানিগুলো তাদের ইমেইল একাউন্টগুলো এবং গুরুত্মপূর্ণ ডাটা ব্যাকআপ রাখার জন্য এটি ব্যবহার করে থাকে। ডাটা বিরতিহীনভাবে যে কোন সময় আদানপ্রদানের জন্য নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারকে ২৪/৭ মানে সবসময় মনিটর করতে হয়।