Basic Terms
online
We have 12 guests and no members online
About us
Articles
Optical Carrier
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 917
""অপটিকাল ক্যারিয়ার'' বলতে ফাইবার অপটিক নেটওয়ার্কে ডিজিটাল সিগনাল প্রবাহের হারকে বোঝায়।অপটিকাল ক্যারিয়ার মূলতঃ ""সিংক্রোনাস অপটিকাল নেটওয়ার্কিং'' পদ্ধতির ক্ষেত্রে ব্যান্ডউইথ নির্দেশ করে যে কী হারে তথ্য প্রেরণ করা হচ্ছে। ""সিংক্রোনাস অপটিকাল নেটওয়ার্কিং'' হল একইসাথে একাধিক মানের তথ্য প্রবাহের একটি বিশেষ প্রোটোকল।
তথ্য প্রবাহের হারকে OC দ্বারা প্রকাশ করা হয় এবং এর পরে সংখ্যা বসিয়ে ব্যান্ডউইথ বোঝানো হয়। তবে এই ব্যান্ডউইথ ৫১.৮৪ মেগাবিট/সেকেন্ড এর সরল গুণিতক হয়ে হয়। যেমন সাধারণ অপটিকাল ক্যারিয়ারের মান OC-1 মানে ৫৪.৮৪ মেগাবিট/সেকেন্ড। আবার OC-3 এর মান ৩x৫৪.৮৪ = ১৫৫.৫২ মেগাবিট/সেকেন্ড। এভাবে বিভিন্ন ধরণের অপটিকাল ক্যারিয়ার পাওয়া যায়। কিছু ক্ষেত্রে তথ্য প্রবাহকে ""মাল্টিপ্লেক্স'' করে আরো উচ্চগতির প্রবাহ পাঠানো সম্ভব হয়।