Basic Terms
online
We have 12 guests and no members online
About us
Articles
OSPF
- Details
- Written by মাসপি
- Hits: 771
এর পূর্ণনাম হল "Open Shortest Path First" এই পদ্ধতি এক রাউটার থেকে অন্য লোকার এরিয়া নেটওয়ার্কে ডাটা প্রেরনের ক্ষেত্রে সংক্ষিপ্ত পথ বের করে। যেহেতু নেটওয়ার্কটি আইপি বেসড, তাই এর এলগরিদম ডাটা ট্রাসফারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায় বের করে।
যদি নেটওয়ার্কে কয়েকটি রাউটার থাকে, OSPF রাউটার কানেকশনের একটি টেবিল গঠন করে। যখন ডাটা একটি অবস্থান থেকে অন্য অবস্থানে প্রেরণ করা হয়, এটি সম্ভাব্য সকল অপশন এবং পছন্দ মিলিয়ে দেখে তারপর কার্যকর পথটি বের করে। এটি ডাটা ট্রান্সমিশনে অনাকাংক্ষিত দেরি হতে রক্ষা করে।