Basic Terms
online
We have 11 guests and no members online
About us
Articles
Permalink
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 857
পারমানেন্ট লিঙ্ক (Permanent Link ) এর সংক্ষিপ্তরূপ হচ্ছে পার্মালিঙ্ক( Permanent Link)। পার্মালিঙ্ক হচ্ছে একটি URL (Uniform Resource Locator) যা সুনির্দিষ্ট কোন ওয়েবপোস্ট বা কোন নিউজ স্টোরির লিঙ্ক হিসেবে কাজ করে। সাধারণত বিভিন্ন ব্লগ সাইটে এর ব্যবহার বেশি দেখা যায়। কারণ ব্লগ সাইট গুলো প্রতিনিয়ত হালনাগাদ করা হয়। মনে করুন আপনি কোন ব্লগে লিখলেন যেটা ঐ ব্লগের হোমপেজে রয়েছে, কিন্তু সবসময় তা হোম পেজে থাকবেনা কারণ অন্য ব্লগাররাও প্রতিনিয়ত ব্লগে লিখে যাচ্ছেন। তাই পরবর্তীতে আপনার লেখাটিকে সরাসরি খুঁজে পেতে একটি লিঙ্ক ব্যবহার করা হয় আর তা হচ্ছে পার্মালিঙ্ক। যেমন http://www.technologybasic.com হচ্ছে একটি ব্লগের মূল URL। আর এই ব্লগের কোন একটি পোস্টের পার্মালিঙ্ক হচ্ছে http://www.technologybasic.com/internet/permalink