online

We have 11 guests and no members online

About us

Articles

Personal URL

পার্সনাল ইউনিফর্ম রির্সোস লোকেটরকে(Personal uniform resource locator) কে সংক্ষেপে PURL বলা হয়।বিভিন্ন ওয়েবসাইট বিশেষ করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুলো PURL তৈরী করার সুযোগ দিয়ে থাকে।PURL সাধারণত কোন ওয়েবসাইটে ইউজারের প্রোফাইল বা অ্যাকাউন্ট কে নির্দেশ করে। যেমন http://www.facebook.com/pinkboy ফেসবুকের একটি PURL যা pinkboy নামধারী ইউজারের প্রোফাইল বা অ্যাকাউন্টকে নির্দেশ করে। কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরী সময় ইউজারকে সাধারণত একটি ইউজারনেম লিখতে বলা হয় যা পরবর্তীতে PURL এর অংশ হিসেবে ব্যবহৃত হয়। যেমন http://www.facebook.com/pinkboy এ pinkboy হচ্ছে ইউজারনেম। কোন ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট আছে কিন্তু আপনি কোন PURL তৈরী করলেন না তখন আপনার ওয়েবপেজ অ্যাড্রেস হবে একটি ইউনিক কোড যেমন http://www.facebook.com/profile.php?id=1234567890 যা মনে রাখা খুবই কষ্টকর। PURL তৈরী করার সময় খেয়াল রাখতে হবে যে এটি কোন স্পেস,সিম্বল,স্পেশাল ক্যারেকটার সাপোর্ট করে না। PURL তৈরী করার সময় আপনার সবচেয়ে পছন্দের PURL নির্বাচন করা উচিত।কারণ একবার PURL তৈরী করার পর তা আর পরিবর্তন করা যায়না। PURL কে অনেক সময় পার্সনালাইজড URLs বা কাস্টম ওয়েব অ্যাড্রস ও বলা হয়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To