online

We have 11 guests and no members online

About us

Articles

Pharming

ফার্মিং( Pharming)কে বলা হয় ফিশিং (Fishing) এর “কাজিন”(cousin)। ফার্মিং হচ্ছে হ্যাকিং করার এমন একটি অনন্য কৌশল যেখানে আপনার অজান্তেই আপনাকে ভুল ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনার তথ্য চুরি করা হয়। এখন প্রশ্ন হতে পারে এটা কিভাবে সম্ভব? যদিও আমরা ব্রাউজারে ডোমেইন নেম লিখি কিন্তু মূলত আইপি অ্যাড্রেসের মাধ্যমেই ওয়েবসাইটে প্রবেশ করি। আমরা যে ডোমেইন নেম লিখি তা ব্রাউজারের মাধ্যমে DNS সার্ভারে গিয়ে আইপি অ্যাড্রেসে রুপান্তরিত হয়। তারপর আমরা ওয়েবসাইট এ প্রবেশ করতে পারি। এখন আমরা ওয়েবসাইট ভিজিট করার পর DNS এন্ট্রি আমাদের কম্পিউটারের DNS cashe এ সংরক্ষিত থাকে, যাতে পরর্বতীতে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আর DNS সার্ভারে প্রবেশ করতে না হয়। আর ফার্মাররা (যারা ফার্মিং করে) এই সুযোগ গ্রহণ করে। তারা ইমেইলের মাধ্যমে আপনার কম্পিউটারে একটি ভাইরাস প্রেরণ করে যা আপনার কম্পিউটারে থাকা DNS cashe কে পয়জন(poison)করে। অর্থাৎ DNS cashe বা হোস্ট ফাইলকে পরির্বতন করে। এখন আপনি ডোমেইন নেম ১০০% নির্ভুল লিখলেও আপনার কাঙ্খিত ওয়েবসাইটে প্রবেশ না করে অন্য একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন যেখানে ফার্মার(pharmer) আপনার তথ্য লুটের(চুরির) জন্য ওতপেতে আছে। ফার্মিং এর মারাত্নক দিক হচ্ছে এর মাধ্যমে DNS সার্ভারকে ও আক্রমণ করা যায় যার ফলে একসাথে অনেক ইউজারের তথ্য চুরি করা যায়। তবে আশার কথা এই যে অধিকাংশ DNS সার্ভারের ফার্মিং এর বিপক্ষে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। কিন্তু তারপরেও তা একদম নিরাপদ নয়। কারণ হ্যাকাররা প্রতিনিয়ত নিত্যনতুন কৌশল আবিষ্কার করছে। তাই যখনই দেখবেন আপনি আপনার কাঙ্খিত ওয়েবসাইটে না প্রবেশ করে ভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করেছেন তখনই বুঝে নিবেন আপনি ফার্মিং এর ভিকটিম। তখন আপনি আপনার কম্পিউটার রিস্টার্ট দিবেন যাতে নতুন করে DNS এন্ট্রি সেট হয় এবং এন্টিভাইরাস রান করবেন। এরপর যদি প্রবলেম হয় তাহলে বুঝে নিতে হবে যে আপনার "ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার"(ISP)ও ফার্মিং এর শিকার।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To