online

We have 11 guests and no members online

About us

Articles

Ping

সাধারণত পিং বলতে গলফ খেলার সামগ্রীর ব্র্যান্ডকে কিংবা ডিনার টেবিলে কাঁটাচামচ দিয়ে গ্লাসে আঘাতের ফলে সৃষ্ট শব্দকে বোঝায়। তবে কম্পিউটারের টার্ম হিসেবেও এর আলাদা একটি অর্থ আছে। অনেকে পিং-র পূর্ণরূপ “Packet Internet Groper” মনে করে, তবে পিং এর সত্বাধীকারি বলেন- সোনার নামক যন্ত্রটি থেকে উৎপন্ন শব্দ থেকেই এর এই নামকরণ করা হয়েছে। পিং হল একধরণের সিস্টেম ইউটিলিটি যা পরখ করে ইন্টারনেট সংযোগ সঠিকমত কাজ করছে কিনা। এটি একটি নির্দিষ্ট ঠিকানায় ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রটোকল(ICMP) পাঠায় এবং প্রতিউত্তরে জন্য অপেক্ষা করে। একটি সার্ভার “পিংগিং” করা হল ঐ সার্ভারটি পরীক্ষা করা এবং কতবার সাড়া দিয়েছে সেই তথ্য জমা রাখা। সাধারণত প্রাথমিকভাবে ইন্টারনেটের সংযোগের ট্রাবলশুটিং করাই পিং-র উদ্দেশ্য। অনেকগুলো কম্পিউটার পিংগিং করা হলে তা ইন্টারনেটে বটলনেক খুঁজে বের করতে সাহায্য করে, যার ফলে ডাটা ট্রান্সফারের পথ আরো সুগম হয়। কারো ডায়াল-আপ ইন্টারনেট সংযোগ অলস(idle) থাকার সময় সে যেন ডিস্‌কানেক্ট না হয় তার জন্য সবচেয়ে ভালো উপায় হল প্রতি ৫ মিনিট পরপর একটি করে পিং পাঠানো যা বর্তমানে পাওয়া অনেক শেয়ারওয়্যার পিং প্রোগ্রামের মাধ্যমেই করা যায়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To