online

We have 10 guests and no members online

About us

Articles

POP3

এর পূর্ণরূপ হল “Post Office Protocol”। যাকে শুধুমাত্র “Pop”ও বলা হয় এবং এটি হল ই-মেইল মেসেজ পাঠানোর একটি সহজ ও আদর্শ পদ্ধতি। একটা পপথ্রী সার্ভার বিভিন্ন ই-মেইল গ্রহণ করে এবং সঠিক ইউজারের ফোল্ডারে তা জমা করে রাখে। যখন একজন ইউজার মেইল সার্ভারের সাথে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে নিজের মেইলগুলো দেখতে চায় তখন সেগুলো মেইল সার্ভার থেকে ইউজারের হার্ড ডিস্কে ডাউনলোড হয়।

যখন একজন ইউজারের তার নিজস্ব ই-মেইল ক্লায়েন্টটি যেমনঃ আউটলুক(উইন্ডোজ) কিংবা মেইল(ম্যাক ওএস এক্স) কনফিগার করার প্রয়োজন হয়, তখন তাকে অবশ্যই তার ই-মেইল সার্ভারের টাইপটা উল্লেখ করতে হবে। সাধারণত এটি হয়ে থাকে পপথ্রী কিংবা আইএমএপি(IMAP) সার্ভার। আইএমএপি সার্ভার পপ থ্রী সার্ভার থেকে কিছুটা জটিল, তবে অন্যান্য সুবিধা যেমনঃই-মেইল পড়া কিংবা সার্ভারে জমা রাখার ব্যবস্থাও আছে। অনেক মেইল সার্ভার যেমন আইএমএপি সার্ভার ব্যবহার করে তেমনি অনেকে পপথ্রীর প্রটোকলও ব্যবহার করে, কারন এটি তুলনামূলকভাবে অনেক সহজে ব্যবহারযোগ্য।

যখন একজন ইউজারের ই-মেইল অ্যাকাউন্ট পপথ্রী মেইল সার্ভারে থাকে, সেক্ষেত্রে তাকে ই-মেইল প্রোগ্রাম সেটিংসে সঠিক পপথ্রী মেইল সার্ভারের ঠিকানা প্রবেশ করাতে হবে এবং ই-মেইল গ্রহণ করতে একটি বৈধ ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে হবে। সাধারণত ঠিকানাটা দেখতে “mail.serverneme.com” –র মত হয়ে থাকে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To