Basic Terms
online
We have 10 guests and no members online
About us
Articles
Portal
- Details
- Written by ফাহমিদা পলি
- Hits: 791
পোর্টাল হল এমন একটি ওয়েবসাইট যেখানে শুধু ওয়েব ডাইরেক্টোরী থাকে। এটি এমন একটি ওয়েবসাইট যা কোনো ওয়েব ব্রাউজিং এর জন্য প্রারম্ভিক সূচনা হিসেবে কাজ করে। সার্চ ইঞ্জিন এবং ওয়েবসাইট এর বড় কোনো নির্দেশনা সাধারনত পোর্টাল এর অন্তর্ভুক্ত । কিছু জনপ্রিয় পোর্টাল হল yahoo, Excite, Lycos, Netscape, alta vista , MSN and AOL.com,এছাড়া আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোর্টাল আছে যেগুলো "নিচ পোর্টাল"(niche portal) নামে পরিচিত। এতে প্রবেশ করলে অনেক ডায়রেক্টোরী পাওয়া যায়। এই সব ডায়রেক্টোরি থেকেই আপনি বিভিন্ন সাইটে প্রবেশ করে আরো বিভিন্ন কিছু জানতে পারেন। যেমন; বাংলাদেশের সরকারের ওয়েব পোর্টাল, যেখান থেকে আপনি শিল্প, স্বরাষ্ট্র, কৃষি, পুলিশ, দেশের প্রত্যেকটি জেলার আরো ডিটেইল ইনফরমেশন পাচ্ছেন। যদিও পোর্টাল এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার জন্য অন্যান্য সাইট গুলো খুজেঁ দেয়া , তারপরেও এটি তার নিজস্ব ওয়েবসাইটে অসংখ্য তথ্য উপস্থাপন করে।