online

We have 10 guests and no members online

About us

Articles

PPC

“পে পার ক্লিক”(Pay Per Click)এর সংক্ষিপ্তরূপ হচ্ছে PPC । PPC টার্মটি অনলাইন বিজ্ঞাপণে ব্যবহৃত হয়। PPC মডেলে কোন ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞাপনের উপর ভিজিটরের প্রতিটি ক্লিক এর ভিত্তিতে বিজ্ঞাপন প্রদানকারী ওয়েব পাবলিশারকে(ওয়েবসাইট মালিক) অর্থ প্রদান করেন। যেহেতু বিজ্ঞাপনের উপর প্রতিটি ক্লিক এর ভিত্তিতে অর্থ প্রদান করা হয় তাই এই মডেলের নাম “পে পার ক্লিক”(Pay Per Click)। অনেক সার্চইঞ্জিনও PPC মডেল ব্যবহার করে। এক্ষেত্রে ধরুন আপনি আপনার পন্য বা সেবার নাম বা লিংক কোন সার্চ ইঞ্জিন(ধরুন গুগল) কে সরবরাহ করলেন। এখন যদি কোন ইউজার গুগলে ঐ পন্য বা সেবার জন্য সার্চ দেয়,তাহলে অন্য কোম্পানির সেবা বা পন্যের সাথে সাথে আপনার পন্য বা সেবার নাম বা লিংক সার্চ রেজাল্টে আসবে। এখন ইউজার যদি আপনার লিংকে ক্লিক করে,তাহলে প্রতিটি ক্লিকের জন্য আপনি গুগলকে অর্থ প্রদান করবেন। বিজ্ঞাপন প্রদানকারীদের জন্য PPC খুবই আকর্ষণীয় মডেল।কারণ শুধুমাত্র বিজ্ঞাপনে ক্লিক করলেই তাদের অর্থ প্রদান করতে হয়।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To