online

We have 10 guests and no members online

About us

Articles

PPL

PPL এর সম্পূর্ণরূপ পে পার লিড (Pay Per Lead)। এই PPL অনেকটাই CPL বা Cost Per Lead(কস্ট পার লিড) এর সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এটি বিভিন্ন বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে কস্ট পার লিডকে পরিমাপ করে। উদাহরণস্বরূপ একজন বিজ্ঞাপণদাতা যদি ১০০০ লিডের জন্য ৫০০ ডলার তাহলে এই ক্ষেত্রে ঐ বিজ্ঞাপনদাতার গড় PPL হল ০.৫০ ডলার। এখন প্রশ্ন হচ্ছে লিড কি? লিড হচ্ছে একটি বিজ্ঞাপন ওয়েবপেজে প্রবেশ থেকে শুরু করে প্রোডাক্ট বা পণ্য ক্রয় পর্যন্ত বা নতুন সার্ভিসে সাইন আপ করা পর্যন্ত সবকিছুকেই লিড বলে।

বিজ্ঞাপনদাতারা নিজেদের বিজ্ঞাপনের প্রভাব পর্যবেক্ষনের জন্যে PPL এর উপর নজর রাখে। গড় লিডের সাথে PPL কস্ট এর তুলনা করে তারা নির্ণয় করতে পারে তাদের বিজ্ঞাপন লাভ করতে পারছে নাকি পারছেনা।

এখন একটু খেয়াল করুন, আগের উদাহরণে PPL কস্ট ধরা হয়েছে ০.৫০ ডলার।যদি গড় প্রত্যাবর্তন(return) ০.৮০ ডলার হয় তবে গড় লাভ(profit) হবে ০.৩০ ডলার। আর যদি গড় প্রত্যাবর্তন যদি ০.৫০ ডলার না হয় তবে বিজ্ঞাপনদাতাকে অবশ্যই বিজ্ঞাপনের ধরণ পাল্টাতে হবে অথবা বিজ্ঞাপনটিকে বন্ধ করতে হবে।

“PPL” কে অন্য ভাবে বলা যায় এটি “People” এর এব্রেবিয়েশন।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To