Basic Terms
online
We have 10 guests and no members online
About us
Articles
PPTP
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 706
PPTP এর পূর্ণ রূপ হল Point-to-Point Tunneling Protocol(পয়েন্ট-টু-পয়েন্ট টানেলিং প্রটোকল)। আপনারা নিশ্চয় VPNs বা Virtual Private Networks(ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কস) এর নাম শুনেছেন। এই PPTP হল VPNs সংযুক্ত হওয়ার একটি নেটওয়ার্কিং মান বা স্ট্যান্ডার্ড। VPNs হল একটি নিরাপদ নেটওয়ার্ক, যা দ্বারা ইউজাররা রিমোট লোকেশান থেকে বিভিন্ন নেটওয়ার্ক এ প্রবেশ করতে পারে। কোন ইউজার যদি তার বাসার বা অন্য কোন কম্পিউটার থেকে অফিসের নেটওয়ার্ক এ প্রবেশ করতে চায় তবে VPNs এর মাধ্যমে প্রবেশ করতে পারবে।
এবার PPTP এর পূর্ণ রূপের দিকে একটু খেয়াল করুন। “Point-to-Point” এর একটি “Point” দিয়ে ইউজারের কম্পিউটার এবং অন্য “Point” দিয়ে কোন রিমোট নেটওয়ার্ককে বোঝায়। তার মানে PPTP ও কোন ইউজারকে যেকোন রিমোট নেটওয়ার্ক হতে অন্য কোন নেটওয়ার্কে প্রবেশ করতে সাহায্য করে। আর “Tunneling” মানে হল একটি প্রটোকলকে অন্য একটি প্রটোকলের মধ্যে আবৃত(wrap) করা। এই PPTP তে PPP নামের এই প্রটোকলটি TCP/IP প্রটোকলের মাঝে আবৃত রয়েছে। যদি ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে দুইটি কম্পিউটার সংযুক্ত হয় তারপর ও PPTP সরাসরি লিঙ্ক(Direct Link) অনুকরণের মাধ্যমে দুইটি কম্পিউটার এর মধ্যে নিরাপদ সংযোগ তৈরি করতে পারে।