Basic Terms
online
We have 10 guests and no members online
About us
Articles
Protocol
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 806
কোন কম্পিউটার যখন অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত হতে চায় তখন তাদের কিছু নির্দিষ্ট নিয়মনীতি মানতে হয়। প্রত্যেকটি কম্পিউটার এই নীতি মেনে চলে। কম্পিউটার-টু-কম্পিউটার এর এই যোগাযোগের এই নির্দিষ্ট এই নিয়মনীতিকে বলা হয় প্রটোকল। কম্পিউটারগুলো অনেক পদ্ধতিতে একে অন্যের সাথে যোগাযোগ করায় অনেকগুলো প্রটোকলের সৃষ্টি হয়।এরকম কিছু প্রটোকল হল PPP, TCP/IP, SLIP, HTTP। প্রত্যকটি নামের শেষ P হল Protocol ।