Articles
RPM
- Details
-
Written by ফাহমিদা পলি
-
Hits: 715
আরপিএম শব্দটির কয়েক ধরণের প্রয়োগ রয়েছে। একটি হল - "রেভলিউশানস পার মিনিট" (Revolutions per minute)। এটা বোঝায় কোন জিনিস মিনিটে কতবার ঘোরে সেই হার। যেমন কোন হার্ডডিস্ক ৭২০০ আরপিএম বলতে বোঝায় তার ডিস্ক বা প্লেটার মিনিটে ৭২০০ বার ঘুরে।
ইন্টারনেটে বিজ্ঞাপন শিল্পে আরপিএম এর একটি বিশেষ অর্থ রয়েছে। সেখানে আরপিএম মানে "রেভিনিউ পার মিল"। অর্থাৎ এক মিল (ল্যাটিন Mille মানে এক হাজার) বা ১০০০ বারে বিজ্ঞাপণ কতটা রেভিনিউ আনে সেটাই আরপিএম। এটা অনেকটা সিপিএম এর মতই, তবে পার্থক্যও আছে।
ধরা যাক কোন সাইটের পেজভিউ দিনে ৫০০০। সেখানে বিজ্ঞাপন দিয়ে ৫০৳ রেভিনিউ পাওয়া গেল। তাহলে সেই সাইট এর আরপিএম হবে গড় আয়কে এক হাজার দিয়ে ভাগ করলে যা হবে সেটা। অর্থাৎ ( ৫০৳ / ৫০০০ ) x ১০০০ = ১০৳। এভাবে আরপিএম হিসাব করা হয়। কোন সাইটের আরপিএম দেখে বিজ্ঞাপণদাতা সেই সাইটকে বিজ্ঞাপন দেখানোর জন্য চুক্তি করে। আরপিএম যত বেশী হয়, সেটা বিজ্ঞাপণদাতার কাছে বেশী গ্রহণযোগ্য হয়।
আরপিএম অনেকটা সিপিএম এর মতই, তবে পার্থক্য এই যে - সিপিএম পদ্ধতিতে বিজ্ঞাপণ প্রদর্শনকারী সাইটার মালিক সমস্ত ব্যপারটাকে নিয়ন্ত্রণ করে। কেননা সে নিজেই মোট ক্লিক বা অ্যাড ভিউয়ের উপর ভিত্তি করে অর্থ পায়। কিন্তু আরপিএম পদ্ধতিতে বিজ্ঞাপণদাতা সাইট এর আরপিএম দেখে বুঝতে পারে কোন সাইট থেকে সত্যিই তার বেশী রেভিনিউ আসে, এবং সে অনুযায়ী ব্যাবস্থা নিতে পারে।
