Basic Terms
online
We have 10 guests and no members online
About us
Articles
RSS
- Details
- Written by মাসপি
- Hits: 858
আরএসএস এর পূর্ণনাম RDF Site Summary। এটি ওয়েবসাইটের সারাংশটুকু প্রকাশ করে। আজকাল বেশিরভাগ সাইট আরএসএস ফিড দিয়ে থাকে । সাইটে এটা করা হয় যাতে ভিজিটর এবং পাঠক সংখ্যা বাড়ে। আরএসএস স্ট্যানডার্ড xml এর মাধ্যমে আপডেট দিয়ে থাকে। একজন ব্যবহারকারী কোন একটি নির্দিষ্ট সাইটে নতুন তথ্য পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করতে পারেন না। বা নতুন কোন তথ্য যোগ হয়েছে কিনা তা প্রতিদিন চেক করাও কষ্টকর। আর তাই এর সমাধান হল আরএসএস যদি কোন ব্যবহারকারী কোন সাইটের আরএসএস ফিড নেয় তাহলে তাকে ইমেইলের মাধ্যমে সাইটের আপডেটগুলো পাঠিয়ে দেয়া হয়।