online

We have 10 guests and no members online

About us

Articles

Search Engine

সার্চ ইঞ্জিন হল এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা সহজে আমরা যে কোনো সাইটে প্রবেশ করতে পারি এবং ইন্টারনেটে থাকা যে কোন তথ্য খুঁজে পেতে পারি। Google, Excite , lycos, Alta vista , Infoseek এবং Yahoo হল সার্চ ইঞ্জিনের উদাহরণ। এটা মিলিয়ন সংখ্যক ওয়েব এর সাইট ইনডেক্স করে , যাতে করে ওয়েব ব্যবহারকারীরা সহজে যে কোন ওয়েব সাইট খুজেঁ বের করতে পারে এবং যে কোন তথ্য জানতে পারে । ওয়েব ডিজাইনরা তাদের ওয়েবসাইটগুলো সার্চ ইঞ্জিনে প্রথম পেজ রেঙ্কে দেখানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে যাতে ব্যবহারকারীরা কাক্ষিত তথ্য খুঁজে পেতে পারে। AND, OR , NOT এর সার্চকে নির্দিষ্ট করতে এটি একটি ভাল পন্থা হিসেবে কাজ করে। এই বুলিয়ান অপারেটরগুলো ব্যবহার করে আপনি সম্পৃক্ত যে কোনো সাইটের লিষ্ট পেতে পারেন। সার্চ ইঞ্জিনগুলো ভিজিটরকে কাক্ষিত তথ্য দেয়ার জন্য বিভিন্ন ভাবে এলগরিদম করে থাকে। সেই অনুসারে সার্চ ইঞ্জিন তার ফলাফল প্রদর্শন করে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To