Basic Terms
online
We have 10 guests and no members online
About us
Articles
SEO
- Details
- Written by মাসপি
- Hits: 1012
এর পূর্ণনাম হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওয়েবমাস্টারদের জন্য এটা একটি গুরুত্মপূর্ণ নাম। সবাই চায় তাদের ওয়েবসাইট যেন সার্চ ইঞ্জিনে প্রথম অবস্থানে দেখায়। যেমন- কেও যদি তার সাইটে বিভিন্ন তথ্যের সাথে বিজ্ঞাপন দেয় এবং ভিজিটর ঐ তথ্যটি পাওয়ার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ করে ঐ সাইটে প্রবেশ করে তাহলে যেমন ভিজিটর বাড়বে তেমনি বিজ্ঞাপনে ব্যাকলিঙ্ক করার জন্যও সাইটের মালিক নির্দিষ্ট অংকের অর্থ পাবে। এখন কথা হল সার্চ ইঞ্জিনে যদি ঐ ওয়েবসাইটের অবস্থান প্রথম সারিতে থাকে তাহলে ভিজিটর আগ্রহী হবে সাইটে প্রবেশের জন্য। আর তাই ওয়েবমাস্টাররা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকেন সার্চ ইঞ্জিনের পেজরেঙ্কে প্রথমে থাকার জন্য। ব্যাকলিংক , ডোমেইন নেম, মেটাট্যাগ, কী-ওয়ার্ড, কনটেন্ট বিভিন্ন কিছুর সঠিক ব্যবহারের মাধ্যমে একটি ওয়েবসাইট পেজ রেঙ্কে উপরের অবস্থানে থাকতে পারে।