Basic Terms
online
We have 10 guests and no members online
About us
Articles
SMTP
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 796
এর পূর্ণরূপ হল “Simple Mail Transfer Protocol”। এটা একধরণের প্রটোকল যা ইন্টারনেটের মাধ্যমে ই-মেইল প্রেরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ই-মেইল ক্লায়েন্টগুলো (যেমনঃ আউটলুক, ইউডোরা কিংবা ম্যাক ও এস এক্স মেইল) মেইল সার্ভারে মেসেজ পাঠানোর ক্ষেত্রে এসএমটিপি ব্যবহার করে। আর সেই মেইল সার্ভারটি এসএমটিপি ব্যবহার করে সেই মেসেজটি গ্রাহক মেইল সার্ভারে প্রেরণ করে। প্রকৃতপক্ষে এসএমটিপি কতগুলো সজ্জিত নির্দেশনা যেটা ইলেক্ট্রনিক মেইল দ্বারা মেইল পাঠাতে কতৃত্ব ও নির্দেশনা দিয়ে থাকে। ই-মেইল প্রোগ্রামের সেটিংস কনফিগার করার ক্ষেত্রে ইউজারকে এসএমটিপি সার্ভারকে নিজের লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার-র এসএমটিপি সেটিংসে সেট করতে হবে(যেমনঃ“smtp.yourisp.com”)। এসএমটিপি সার্ভারের সাথে ভিন্নতা থাকার কারণে, গ্রাহক মেইল সার্ভার(আইএমএপি বা পপথ্রী)-টিকে ইউজারের মেইল একাউন্ট সার্ভার হিসেবে সেট করে নিতে হবে।