online

We have 10 guests and no members online

About us

Articles

SOAP

সিম্পল অবজেক্ট এক্সেস প্রটোকল(Simple Object Access Protocol) । এটা ইন্টারনেটের মাধ্যমে মেসেজ আদান প্রদানের একটি পদ্ধতি। এটা সাধারনত এক্সএমএল ফরমেটে হয়ে থাকে এবং http প্রটোকলের মাধ্যমে তথ্য আদান প্রদান করে। http হল এমন একটি প্রটোকল যা দিয়ে ইন্টারনেটে ওয়েবপেজ আদান প্রদান করা হয়ে থাকে, এছাড়া এর অন্য একটি সুবিধা হল এটি বিভিন্ন নেটওয়ার্ক ফায়ারোয়েলকে এড়িয়ে চলতে পারে। যেহেতু ফায়ারওয়েল হাইপারটেক্সট প্রটোকলে পোর্ট ৮০ কে ব্লক করে না, তাই soap মেসেজ এর মাধ্যমে সহজে যেতে পারে।

প্রতিটি soap মেসেজ একটি "ইনভেলপ(envelope)" সরবরাহ করে থাকে যাতে হেডার এবং বডি অন্তভুর্ক্ত থাকে। হেডারে মেসেজ আইডি, মেসেজ পাঠানোর সময় থাকে এবং বডিতে মেসেজের মূল অংশ থাকে। সকল soap মেসেজই একই ফরমেটের হয়ে থাকে এবং এটা বিভিন্ন অপারেটিং সিস্টেমকে সাপোর্ট করে থাকে। যেমন একজন ব্যবহারকারী উইন্ডজ বেসড অপারেটিং সিস্টেম থেকেই ইউনিক্স বেসড ওয়েব সার্ভারে সহজেই মেসেজ পাঠাতে পারে। যদিও বেশির ভাগ soap মেসেজ http এর মাধ্যমে পাঠানো হয়ে থাকে, এগুলো smtp সার্ভার ব্যবহার করে ইমেইলের মাধ্যমেও পাঠানো হয়ে থাকে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To