Basic Terms
online
We have 9 guests and no members online
About us
Articles
Telnet
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 862
টেলনেট( Telnet) এর পুর্ণরূপ “টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক”( 'telecommunications network')। টেলনেট হচ্ছে এমন একটি প্রোগ্রাম যা আপনাকে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোন কম্পিউটারের সাথে যুক্ত করতে পারে। এমনকি এর মাধ্যমে আপনি ঐ কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম এবং সার্ভিস দেখতে এমনকি ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার ঐ কম্পিউটার ব্যবহারকারীর অনুমতি প্রয়োজন হবে।টেলনেটের মাধ্যমে আপনি শুধু টেক্সট এবং নাম্বার আদান-প্রদান করতে পারবেন। কিন্তু কোনপ্রকার গ্রাপিকস,কালার আদান প্রদান কতে পারবেন না। ১৯৬৯ সালের দিকে টেলনেটের ব্যবহার শুরু হয়। টেলনেট প্রযুক্তি অনেক পুরানো হলেও বর্তমান সময়েও কিছু কিছু ক্ষেত্রে এর ব্যবহার দেখা যায়।