Basic Terms
online
We have 9 guests and no members online
About us
Articles
Traceroute
- Details
- Written by মাসপি
- Hits: 677
যখন কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে ইন্টারনেটের সাথে যোগাযোগ করে , তখন অনেকগুলো সংযোগ এর সাথে সৃষ্টি হয়ে যায়। এটা হয় কারন ইন্টারনেট হল বিভিন্ন নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কের সংযোগ। দুইটি ভিন্ন কম্পিউটার ভিন্ন নেটওয়ার্কে পৃথিবীর বিভিন্ন অংশে থাকতে পারে। যখন একটি কম্পিউটারকে অন্য একটি কম্পিউটারের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে হয়, একে বিভিন্ন ছোট ছোট নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা যেতে হয়। তারপর শেষে ইন্টারনেট ব্যাকবোন এ পৌঁছে আবার অন্য কম্পিউটারে ছোট নেটওয়ার্কের মধ্য দিয়ে যায়। এই প্রতিটি স্বতন্ত্র নেটওয়ার্ক কানেকশনকে "hops" বলে। ট্র্যাসাররাউট হল একটি TCP/IP ইউটিলিটি যা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে নেটওয়ার্কের মধ্যে কয়টি hops আছে তা বের করার সুযোগ দেয়।
সহজভাষায় বলা যায়, ট্র্যাসাররাউট হল এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক ডায়াগনোসিস টুল যা ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্কের মধ্যে প্যাকেট আদান প্রদানের ক্ষেত্রে কতগুলো রাউট বা পথ অতিক্রম করে তা বের করা যায়। এটি প্রায় সব অপারেটিং সিস্টেমেই আছে। যেমন মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে এটার নাম হল tracert। লিনাক্সে এর নাম tracepath । তবে ইন্টারনেট ভার্সন ৬ এ এর নাম (IPv6) tracepath6.
যখন ট্র্যাসাররাউট অন করা হয় এটা প্রতিটি কানেকশনের জন্য অনেকগুলো নেটওয়ার্ক হপের লিস্ট , হোস্ট নেম এবং আইপি এড্রেস দেখায়। প্রতিটি কানেকশনের জন্য কতটুকু সময় লাগে তা মিলিসেকেন্ড আকারে প্রকাশ করে। এমনকি কানেকশন যদি ধীর গতি অথবা বন্ধ অবস্থায় থাকে তাহলেও ট্র্যাসাররাউট ইউটিলিটি অধিকাংশ ক্ষেত্রে এর কারন ব্যাখ্যা করতে পারে।