Basic Terms
online
We have 9 guests and no members online
About us
Articles
Trackback
- Details
- Written by ফাহমিদা পলি
- Hits: 771
ট্র্যাকব্যাক হল এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে জানানো যায় যে, এর সাথে অন্য আর একটি ওয়েবসাইট যুক্ত আছে। ট্র্যাকব্যাক লিংক এর সাথে যুক্ত থাকার কারনে একজন ওয়েবমাস্টার স্বয়ংক্রিয়ভাবে অন্য ওয়েবসাইটকে অবহিত করতে পারে যে, সে একটি সাইটের পেজ এ একটি লিংক এড করেছে। যাইহোক, ট্র্যাকব্যাক সিস্টেমে কাজ করার কারনে উভয় ওয়েবসাইট ট্র্যাকব্যাককে সাপোর্ট দেয়। এটা এই কারনে হয় যে, লিংকিং ওয়েবসাইটের একটি শব্দ করার প্রয়োজন হয় লিংকড ওয়েবসাইটকে জানানোর জন্য যে তাতে একটি লিংক এড করা হয়েছে। ট্রেকবেক ২০০২ সালে মোভেবল টাইপ ব্লগিং এবং ওয়েব ডিজাইন সফটওয়্যার দ্বারা প্রথম বাস্তবায়িত হয়েছিলো। পরবর্তিতে ওয়ার্ডপ্রেসও ট্র্যাকব্যাককে সাপোর্ট দিয়েছিলো। এটি ব্লগারদের সকল প্রকার প্লাটফরম হতে একে অপরের সাথে যোগাযোগ রাখার অনুমতি দেয়। উদ্বাহরনস্বরূপঃ একজন ইউজার অন্য একটি সাইট হতে একটি ব্লগে পড়তে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে তাকে নিজ ব্লগে পোষ্ট করার এবং অরিজিনাল পোষ্ট এর ফল পাবার জন্য। যদি সে একটি ট্র্যাকব্যাক লিংক যুক্ত করে তাহলে অরিজিনাল ব্লগার দেখতে পাবে যে অন্য ইউজার তার ব্লগের সাথে যুক্ত হয়েছে। ট্র্যাকব্যাক সেটিংস এর উপর নির্ভর করে নতুন ব্লগ অরিজিনাল ব্লগ এর শেষ পর্যায়ে একটি লিংক দেখাতে পারে। যেহেতু ট্র্যাকব্যাক এর বহু ওয়েবসাইটকে দরকার পড়ে এর ট্র্যাকব্যাক প্রটোকলকে সাপোর্ট দিতে। এটা প্রাথমিকভাবে ব্লগারদের জন্য ব্যবহার করা হয়। একটি সাইট ট্র্যাকব্যাককে সাপোর্ট দেয় যদি সেখানে একটি ট্র্যাকব্যাক লিংক ট্র্যাকব্যাক URL থাকে। মাঝে মাঝে এই লিংকটা একটা নাম্বার দ্বারা অনুসরিত হয় ,যেটা ট্র্যাকব্যাক এর নাম্বারকে নির্দেশ করে যে লিংক ব্লগে ফিরে গিয়েছে। এই প্রক্রিয়াটিই হল ট্র্যাকব্যাক ।