Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
Tunneling
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 804
ট্যানেলিং বলতে সাধারনত সাবওয়ে(ভূগর্ভস্থ সড়ক) তৈরীর জন্য ট্যানেল তৈরীর প্রক্রিয়াকে বুঝায়। কিন্তু কম্পিউটার জগতে ট্যানেলিং বলতে বুঝায় একটি প্রটোকলের ভিতরে অন্য একটি প্রটোকল আবদ্ব করে রাখাকে। সহজ কথায় কোন একটি প্রটোকলের মুখোশে অন্য একটি প্রটোকল ব্যবহার করাকে ট্যানেলিং বলে। সাধারণত ফায়ারওয়াল যাতে কোন অপরিচিত প্রটোকলকে ব্লক করতে না পারে সে জন্য ট্যানেলিং করা হয়। যেমন পিয়ার টূ পিয়ার(peer-to-peer)ফাইল শেয়ারিং প্রোগ্রাম সবচেয়ে কমন প্রটোকল যেমন HTTP এর মুখোশে ফায়ারওয়াল এর মধ্য দিয়ে তাদের ডাটা প্রেরণ করে। এখন যদি তারা নিজেদের প্রটোকল ব্যবহার করত তবে ফায়ারওয়াল তা ব্লক করে দিত। সাধারনত ফায়ারওয়ালগুলো HTTP কানেকশনকে ব্লক করে না। তাই ট্যানেলিং করার জন্য HTTP প্রটোকল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অনেক সময় অনিরাপদ প্রটোকলকে নিরাপদ করার জন্য ও ট্যানেলিং করা হয়। এমন একটি প্রটোকল হচ্ছে point-to-point tunneling protocol (PPTP)।