online

We have 8 guests and no members online

About us

Articles

Tweet

টুইট বলতে সাধারনত আমরা পাখির কিছির মিছিরকেই বুঝি। কিন্তু টুইটার এর আগমনের সাথে সাথে টুইট শব্দটির একটি ভিন্ন অর্থ প্রকাশ পায়। ফেসবুকের ক্ষেত্রে আমরা যেমন কমেন্টস বা স্ট্যাটাস শেয়ার করি তেমনি টুইটার এর ক্ষেত্রে টুইট শেয়ার করি। টুইট হল অনলাইনে পোষ্টিং বা মাইক্রোব্লগ যেটা টুইটার ব্যবহারকারীদের দ্বারা সৃষ্টি হয়। টুইট এর উদ্দেশ্য হল আপনার প্রশ্নের উত্তর দেয়া এবং এটাকে আপডেট করা যেমন- আপনি কি করছেন? আপনি ওয়েব বক্সে প্রশ্নের উত্তর হিসেবে যা টাইপ করেন সাধারনভাবে তাই হল টুইট এবং টুইট ১৪০ কারেক্টার বা এর চেয়েও কম কারেক্টারের হতে পারে। মানুষ টুইট করে ব্যক্তিগত মেসেজ, এলোমেলো চিন্তাভাবনা , পোষ্ট লিংক এবং অন্যান্য যুক্তি সংগত চিন্তাভাবনার মাধ্যমে। টুইটে আপনি যে কোন তথ্য পোষ্ট করতে পারেন, যেমন-আপনার সাপ্তাহিক প্লেন, একটা টিভি শো নিয়ে আপনার পরিকল্পনা ইত্যাদি। টুইট এর আকার ছোট হলে ভাল হয় তাহলে আপনি একটি পেজ এ অনেকগুলো টুইট পোষ্ট করতে পারেন। টুইট সময় কাটানোর এবং বিশ্বকে জানার একটি ভালো মাধ্যম হিসেবে কাজ করে । এর মাধ্যমে সামাজিক সচেতনতাও সৃষ্টি করা যায়।এর মাধ্যমে আপনি যে কারো সাথে যে কোন তথ্য শেয়ার করতে পারেন।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To