online

We have 8 guests and no members online

About us

Articles

URI

URI এর পূর্ণ রূপ Uniform Resource Identifier(ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফাইয়ার)। URI কোন একটি ফাইল বা রিসোর্সের নাম এবং লোকেশান Uniform Format( ইউনিফর্ম ফরম্যাট) এ সনাক্ত করতে পারে। ঐ ফরম্যাটে ফাইল নেমের কিছু ক্যারেক্টার স্ট্রিং থাকতে পারে অথবা পুরো ফাইল পাথ ডিরেক্টরি(File Path Directory) থাকতে পারে। URI ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোন একটি রিসোর্সে প্রবেশ করার সবচেয়ে মানসম্মত পথটাই দেখিয়ে দেয়। একারণে URI বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রাম যেমন ওয়েব ব্রাউজার বা P2P(পি-টু-পি) ফাইল শেয়ারিং প্রোগ্রামে ফাইল লোকেট এবং ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়।

URI অনেকটা URL এর মত। এরা উভয়েই ফাইল লোকেশান নিদির্ষ্ট ভাবে সনাক্ত করে। যদিও URI হল URL এর একটি অংশ। যেমন Apple এর iMac Design এর URL হল http://www.apple.com/imac/design.html এবং এই রিসোর্সের URI হল "design.html" অথবা "/imac/design.html."। একারনে এদেরকে রিলেটিভ URI বলে।

URI এবং URL অনেকটা একই হওয়ার কারনে এরা একে অন্যের স্থানে কাজ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি সম্ভব যদি URI এবং URLএকই লোকেশান সনাক্ত করতে পারে। তাদের মধ্যে পার্থক্য হল URI শুধু ফাইল বা রিসোর্স লোকেশান সনাক্ত করতে পারে আর URL ফাইল বা রিসোর্স লোকেশান সনাক্ত করার সাথে সাথে বর্ণনাও করতে পারে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To