Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
VCI
- Details
- Written by Super User
- Hits: 841
VCI এর পূর্ণ রূপ হল Virtual Channel Identifier(ভার্চুয়াল চ্যানেল আইডেন্টিফায়ার)। একে VPI (virtual path indicator) এর মত করে ব্যবহার করা যায় যা দ্বারা কোন একটি নেটওয়ার্কে ATM সেল দ্বারা ভ্রমণ করাকেই নির্দেশ করে। ATM(Asynchronous transfer mode) এর মাধ্যমে খুব সহজে TCP/IP প্রটোকলে ডাটা ট্রান্সফার করা যায়।
ATM সেল সমৃদ্ধ VCI একটি নির্দিষ্ট চ্যানেলকে নির্দেশ করে যেখানে বিভিন্ন তথ্য প্যাকেট আকারে পাঠানো হয়। এটি ১৬ বিট সমৃদ্ধ একটি ফিল্ড যেখানে VPI মাত্র ৮ বিটের একটি ফিল্ড। এই সাংখ্যিক বিটের হিসাব VCI তে প্যাকেট তথ্যের লোকেশানগুলোকে প্রকাশ করে। এই VCI অন্যান্য তথ্যগুলোকে নেটওয়ার্কে প্রবেশে বাধা প্রদান করে।