Articles
VPI
- Details
-
Written by Super User
-
Hits: 711
VPI এর পূর্ণ রূপ হল Virtual Path Identifier(ভার্চুয়াল প্যাথ আইডেন্টিফায়ার)। VPI হল ATM সেল সমৃদ্ধ একটি ৮-বিট হেডার (Header). এবং VPI একটি সেল কোথায় রাউট (routed) হবে তা বলে দেয়। এবং ATM হল Asynchronous Transfer Mode যা বিভিন্ন নির্দিষ্ট ছোট সাইজের ডাটা পাঠানোর একটি উল্লেখযোগ্য মেথড। অনেক ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এই ATM বিভিন্ন ক্লায়েন্ট কম্পিউটারে ডাটা পাঠানোর জন্যে ব্যবহার করে থাকে।
ATM সেলগুলো বিভিন্ন সুইচের মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্কে প্রবেশ করে। এই সময় ATM সেলগুলো চলার জন্যে যে প্যাথ(path) বেছে নেয় সেই প্যাথগুলোতে VPI গিয়ে ATM সুইচগুলোকে বলে দেয় কোন জায়গাগুলোতে ইনফরমেশন বা ডাটা প্যাকেট রাউট করতে হবে। এই কারনে একে “ভার্চুয়াল প্যাথ আইডেন্টিফায়ার” বলা হয়। VPI কে VCI (Virtual Channel Identifier) এর সাথে ব্যবহার করা হয়
