Articles
VPN
- Details
-
Written by Super User
-
Hits: 874
VPN এর পুর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক("Virtual Private Network")। ইন্টারনেট বা কোন অনিরাপদ নেটওয়ার্কে কোন প্রাইভেট LAN এর সাথে যুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হচ্ছে VPN। VPN এ সাধারনত এনক্রিপশনের( encryption) মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়। VPN এ কোন অনিবন্ধিত ইউজার প্রবেশ করতে পারে না এবং এনক্রিপশন( encryption) করার কারণে বাইরের কোন ইউজার VPN এ আদানপ্রদানকৃত ডাটা পড়তে পারে না। তাই একে প্রাইভেট নেটওয়ার্ক বলে। সাধারণত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো VPN ব্যবহার করে। যেমন কোন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন শহরে অবস্থিত শাখা অফিসে ইন্টারনেট এর মাধ্যমে তথ্য আদান প্রদান করতে হয়। যা সাধারনত নিরাপদ নয়। এই তথ্য আদান প্রদানকে নিরাপদ করার জন্য তারা VPN ব্যবহার করে।