Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
W3C
- Details
- Written by মাসপি
- Hits: 943
এর পূর্ণনাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসর্টিয়াম। এটা একটি আন্তজার্তিক সংস্থা যেখানে বিভিন্ন টেকনোলজি এক্সপার্ট ও বড় বড় সংস্থা নিয়ে গড়ে উঠে। এই সংস্থাটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডেভেলাপ করার জন্য একসাথে কাজ করে থাকে। ওয়েবের জগতকে আরো উন্নত করার ক্ষেত্রে এটি বিভিন্ন নীতিমালা প্রদান করে। এই সংস্থার ফলে হার্ডওয়্যার ও সফটওয়্যার ডেভেলাপাররা সর্বশেষ প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে এবং সে অনুসারে নতুন নতুন টেকনলজি উদ্ভব করতে পারে। উদাহরনস্বরূপঃ বেশির ভাগ ওয়েব ব্রাউজার w3c স্ট্যানডার্ড সাপোর্ট করে যা html ও css কোডের সর্বশেষ ভার্সন ওয়েব ব্রাউজারে অন্তর্ভুক্ত করে। এর ফলে ওয়েবপেজের বিভিন্ন কনটেন্টগুলো বিভিন্ন ব্রাউজারে সহজেই দেখা যায়। html ও css স্ট্যানডার্ডের সাথে সাথে w3c ওয়েব গ্রাফিক্সের স্ট্যান্ডার্ডও নির্ধারন করে দেয়। এর ফলে ওয়েব এপ্লিকেশন, ওয়েব স্ক্রিপ্টিং এবং ডায়নামিক কনটেন্টের স্ট্যান্ডার্ড এর উন্নতি ঘটে। এর সাথে সাথে নিরাপত্তা এবং ওয়েবে বিভিন্ন নীতিমালা প্রদান করে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।