online

We have 8 guests and no members online

About us

Articles

Web 2.0

এটা হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের দ্বিতীয় স্বংস্করণ যা ১৯৯৪ সালে আসে। "2.0" টার্মটি সফটওয়্যার ইন্ড্রাস্ট্রি থেকে এসেছে যেখানে সফটওয়্যারের নতুন ভার্সনের নাম দেয়ার জন্য ক্রমবর্ধিত সংখ্যা নামের সাথে যোগ করা হয়। সফটওয়ারের মত নতুন ওয়েব ভার্সনের সাথেও এভাবে সংখ্যা যোগ করা হয় এবং নতুন ভার্সনগুলো ওয়েবে নতুন নতুন ফিচার ও স্বংস্করন নিয়ে আসে। তবে "ওয়েব ২.০০" ওয়েবের কোন বিশেষ ক্রমবর্ধমান ভার্সন নয় বরং এটি টেকনোলজি উন্নয়নের একটি সিরিজ।

ওয়েব ২.০০ এর কয়েকটি ফিচার নিচে দেয়া হল-

blogs: ওয়েব ব্লগ হল এমন একটি ব্যবস্থা যেখানে যে কেও তার চিন্তাধারা, জীবন বা বিভিন্ন বিষয় সম্পর্কিত পোস্ট দিতে পারে ও মন্তব্য করতে পারে।

wikis: উইকি হল জ্ঞানের একটি ভান্ডার যেখানে সারা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন কিছুর আপডেট দিতে পারে।

social networking: ফেসবুক, মাইস্পেস, বা টুইটারের মত ইন্টারনেট ব্যবহারকারীরার বন্ধু , পরিবার , বা যে কারো সাথে তথ্য আদান প্রদানসহ বিভিন্ন অবস্থা জানতে পারে।

web application: ওয়েবএপ্লিকেশনের সাহায্যে বিভিন্ন প্রোগ্রাম ব্রাউজারে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারে।

ওয়েব ২ টেকনোলজি ব্যবহারকারিকে একটি প্ল্যাটফরমের সাথে পরিচয় করিয়ে দেয়, যা নতুন নতুন আপডেট ও ফিচার নিয়ে আসে। এর ফলে ওয়েবসাইটগুলো আরো বেশি ডায়নামিক ও পরষ্পরসম্পর্কযুক্ত হচ্ছে। সাথে সাথে অনলাইন যোগাযোগের মাধ্যমে তথ্য আদানপ্রদানের একটি বিশাল সুযোগ সৃষ্টি করছে। যেমন: ওয়েবসাইটে উইকিপিডিয়া জ্ঞানের ক্ষেত্রে এবং ফেসবুক সামাজিক যোগাযোগের ক্ষেত্রে প্রথম সারিতে অবস্থান করছে। এছাড়াও নতুন নতুন প্রযুক্তি আসছে যা এই ওয়েবের জগতকে ভিন্ন একটি মাত্রা যোগ করবে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To