Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
Web Forum
- Details
- Written by ইসমাইল হোসেন
- Hits: 848
ওয়েব ফোরাম মেসেজ বোর্ড নামেও পরিচিত। এটি একধরণের অনলাইনে আলোচনা করার সাইট যেখানে একজন ইউজার নিজস্ব মতামত পোস্ট এর মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করে। গঠনগত দিক থেকে এটি অনেকটা শাখা-প্রশাখাযুক্ত গাছের মত। প্রতিটি ফোরামে একজন মডারেটর থাকেন যিনি মেসেজ পোস্ট করার পর সেগুলো বিবেচনা করে অনুমোদন দেন এরপর সেটি প্রকাশিত হয়। ফোরামগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে আলাদা আলাদাভাবেও আলোচনা করার সুযোগ আছে, যেটা থ্রেড(THREAD) নামে পরিচিত। ওয়েব ফোরামের সাথে ই-মেইল, নিউজরিডার, চ্যাট রুম কিংবা ইন্সট্যান্ট মেসেজিং এর বিস্তর তফাত আছে। ই-মেইলের সাথে এর মূল পার্থক্য হল ই-মেইলে গ্রাহকের কাছে মেইল লিস্ট স্বয়ংক্রিয়ভাবে চলে যায়, কিন্তু ফোরামে ভিজিটর প্রয়োজন হয় এবং নতুন পোস্টগুলো চেক করা হয়। ফোরামে পোস্ট করার জন্য একজন ইউজারকে প্রথমে রেজিস্টার করে নিতে হয়। এরপর লগ-ইন করে ঢুকতে হয়। তবে আগের পোস্ট করা মেসেজ পড়তে লগ-ইন করতে হয় না।