Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
Web Host
- Details
- Written by মাসপি
- Hits: 835
অনলাইনে ওয়েবসাইট প্রকাশ করতে চাইলে অবশ্যই ওয়েবহোস্ট অবশ্যক। কারন ওয়েবহোস্ট আপনার ওয়েবসাইটের সকল পেজ জমা করে রাখে এবং ব্যবহারকারী চাইলেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে তা প্রদান করে। যেমন ডোমেইন নেমঃ www.technologybasic.com এটা আইপি এড্রেসের সাথে সংযোগ করা থাকে। আবার এই ডোমেইন নেমটি নেমসার্ভারের মাধ্যমে ওয়েবহোস্টের সাথে সংযুক্ত হয়। যখন আমরা ডোমেইন নেমটি ব্রাউজারে প্রবেশ করাই এটি আইপি এড্রেসের সাথে কানেক্ট হয়ে পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ওয়েব হোস্টের সাথে কানেক্ট হয়। ফলে আমরা হোস্টিং সার্ভারে রাখা ওয়েব পেজটি দেখতে পাই।
ওয়েব হোস্ট যে কোন জায়গায় হতে পারে। এসব হোস্টিং কম্পিউটার সাধারনত এপাচি, উইন্ডোজ সার্ভার দিয়ে চালনা করা হয়ে থাকে। ওয়েবে থাকা বেশির ভাগ ওয়েবসাইট শেয়ারড হোস্টিং করা হয়। এর মানে একক কম্পিউটারের অনেক ওয়েবসাইট হোস্ট করা হয়। যেসব সাইটের ভিজিটর বেশি থাকে সেসব সাইটগুলো ডেডিকেটেড হোস্টিং করা হয়। এক্ষেত্রে কয়েকটি কম্পিউটার একটি সাইট হোস্টের জন্য ব্যবহার হয়। অনেক হোস্টিং কোম্পানি বিনামূল্যে তাদের হোস্টিং সেবা দিয়ে থাকে। তবে এর জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপন বসায়। তবে ভাল মানের হোস্টিং এর জন্য প্রিমিয়াম হোস্টিং সার্ভিস ব্যবহার করা ভাল।