Basic Terms
online
We have 8 guests and no members online
About us
Articles
Web Page
- Details
- Written by মনিরুল ইসলাম সজিব
- Hits: 748
ওয়েবপেজ গুলো হল এমন এক ফাংশন যাদের মাধ্যমে তৈরি হয় world wide web। এই ডকুমেন্টগুলো লিখা হয়ে থাকে HTML(hypertext markup language) ফরমেটে এবং এগুলো ওয়েব ব্রাউজার দিয়ে দেখা যায়। ওয়েব পেজগুলো দুই প্রকার যথা-স্থির ও পরিবর্তশীল। স্থির ওয়েব পেজগুলো একই জিনিস ধারন করে যতবার তাদের দেখা হয়। আর পরিবর্তনশীল ওয়েব পেজগুলোতে সময়ে সময়ে তাদের ধারনক্রিত বস্তুসমূহ পরিবর্তিত হয়। এই পেজগুলো লিখা হয়ে থাকে PHP,perl,ASP, or JSP এই ভাষাগুলো দিয়ে। এই পেজের স্ক্রিপ্টগুলো সময়,তারিখ,বিভিন্ন ডাটা পরিবেশ্ন করে। সকল তথ্যগুলো প্রেরিত হয় HTML ফরমেটে। যখন ব্রাউজার পেজগুলোকে পায় তখন সকল ব্রাউজার এই পেজের তথ্যগুলোকে পড়ে HTML ফরমেটে।