Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Class
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 817
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং-এ ক্লাস ব্যবহার করা হয় এক বা একাধিক অবজেক্টকে বোঝানোর জন্য। যেমনঃ এখানে ‘আকার’ভিত্তিক একটি ক্লাস থাকতে পারে যেখানে বৃত্ত, আয়তক্ষেত্র বা ত্রিভূজ আকৃতির বিভিন্ন অবজেক্ট রয়েছে। অর্থাৎ ক্লাস বলতে কমন বৈশিষ্ট্যসহ বিভিন্ন অবজেক্টের সমন্বয়কে বোঝানো হয়। এটি টেমপ্লেটের মত কাজ করে যার সাহায্যে একটি প্রোগ্রামে কোন কিছু তৈরী বা যুক্ত করা যায়।
বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ক্লাস সমর্থন করে জাভা, সি++, অবজেক্টিভ সি এবং পিএইচপি৫ ও এর পরবর্তীগুলো। ক্লাস হল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং-র মূল অংশ। এর মাধ্যমে বিভিন্ন ভ্যারিয়েবল এবং পদ্ধতিসহ অবজেক্ট প্রোগ্রামের বিভিন্ন অংশ থেকে আলাদা করে নির্দিষ্ট একটি অংশে ব্যবহার করা যায়। তাই ক্লাস ব্যহার করে ডেভেলপাররা সোর্স কোডের মাধ্যমে স্ট্রাকচারড প্রোগ্রাম তৈরী করে পারেন যেটাকে সহজে পরিবর্তন করা যায়।